• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উপদেষ্টা পরিষদ বৈঠক

নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ পাস

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পি.এম.
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। ছবি- সংগৃহীত

নির্বাচন সংক্রান্ত আইন, রিপ্রেজেন্টেশন অব পিপলস্ অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আদেশ ২০২৫ উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

উপদেষ্টা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে ইভিএম সংক্রান্ত যে বিধান ছিল, সেটি বিলুপ্ত করা হয়েছে। আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যা বোঝানো হতো অর্থাৎ যে সংজ্ঞা দেওয়া ছিল, সেখানে পরিবর্তন এনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে যুক্ত করা হয়েছে।

এছাড়া মামলায় পতালক কেউ নির্বাচন করতে পারবে না, নির্বাচনে যারা প্রার্থী হবে তাদের দেশি-বিদেশি আয়ের সব হিসাব দিতে হবে, যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং কোনো আসনে একক প্রার্থী থাকলে ‘না’ ভোট দেওয়ার প্রক্রিয়াও আইনে অন্তর্ভূক্ত করা হয়েছে।

নির্বাচনে জোটের অংশ হলেও দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, প্রবাসী এবং নির্বাচনী কাজে যারা নির্বাচিত থাকবেন তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন এবং ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিত থাকার বিষয়েও বিধান করা হয়েছে।

আসিফ নজরুল জানান, অতীতে নির্বাচন কমিশন কেন্দ্রের ভোট বাতিল করতে পারতো যেখানে পরিবর্তন এনে, নির্বাচন কমিশনকে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করার ক্ষমতা দেয়া হয়েছে।

এছাড়া এদিনের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স পাশ ও তিনটি আইনের নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা
পরিবেশবান্ধব সমন্বিত যোগাযোগের আহ্বান প্রধান উপদেষ্টার
পরিবেশবান্ধব সমন্বিত যোগাযোগের আহ্বান প্রধান উপদেষ্টার
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন