• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারাদেশে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ চলছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী-ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী নির্বাচনে পুলিশ তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। গত ১৭ বছরে বড় ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। তাই অনেক সদস্যের নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই। আমরা সবাইকে ১০০ শতাংশ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছি।”

ডিএমপি কমিশনার বলেন, নভেম্বরের শেষ দিকে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এখন সবাই নির্বাচনের মুখোমুখি। জনগণ ভোট দিতে চায়। এমনকি যাদের বয়স ৩৫-৪০, তারাও জীবনে ভোট দেয়নি-এটা আমাদের দেশের জন্য দুঃখজনক।

রাজনৈতিক মিছিল-সমাবেশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের তথ্য ছড়ানো হলেও বাস্তবে তা সীমিত। সোশ্যাল মিডিয়ার প্রভাব অস্বীকার করা যায় না, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কমিশনার নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন, পুলিশ সবধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সক্ষম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা
এ বছর ঢাকায় আ.লীগের প্রায় ৩ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার
এ বছর ঢাকায় আ.লীগের প্রায় ৩ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি