• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে হজ ও ওমরাহ সেবা উন্নয়নে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মক্কা, সৌদি আরব-হজ ও ওমরাহ মৌসুমে হাজিদের সেবা ও আধ্যাত্মিক অভিজ্ঞতা উন্নত করতে সৌদি আরব নতুন পদক্ষেপ নিয়েছে। সোমবার (২১ অক্টোবর) জেদ্দায় মক্কার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন মিশআল ও হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 

সৌদি গেজেট জানিয়েছে, বৈঠকে হাজিদের জন্য উন্নত প্রযুক্তিনির্ভর সেবা, সুবিধাজনক অবকাঠামো এবং আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য অনুযায়ী হাজিদের অভিজ্ঞতা আধুনিকীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া, নভেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘হজ কনফারেন্স ও এক্সিবিশন ২০২৫’-এর প্রস্তুতি বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনকে হজ খাতের উন্নয়নে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

কনফারেন্সে সরকারি, বেসরকারি ও অলাভজনক সংস্থার প্রতিনিধিরা হাজিদের সেবায় প্রযুক্তিগত উদ্ভাবন, টেকসই সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল
আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী