• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৌসুমের প্রিয় রঙে ঝলমলে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পি.এম.
মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া-ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া অভিনয়, গ্ল্যামার, উপস্থাপনা কিংবা নাচ-সব ক্ষেত্রেই সমান পারদর্শিতার ছাপ রেখেছেন। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের নতুন নতুন লুক শেয়ার করেন এই তারকা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফেসবুকে শেয়ার করলেন নিজের নতুন সাজের ছবি। সেখানে দেখা গেছে- হালকা পিস্তাচিও সবুজ রঙের শাড়িতে ঝলমল করে উঠেছেন ফারিয়া। মানানসই ব্লাউজ, গলায় ভারী রুপালি চোকার, কানে মিলিয়ে দুল আর নরম ওয়েভি হেয়ারস্টাইলে তিনি ধরা দিয়েছেন একদম আবেদনময়ী ভঙ্গিতে।

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই ভরে গেছে ভক্তদের ভালোবাসায়। কেউ লিখেছেন, “অসাধারণ লুক!” আবার কেউ জানিয়েছেন, “আপনি প্রতিনিয়তই ঝলমলিয়ে উঠছেন।” অনেকেই কমেন্ট বক্সে হৃদয় আর আগুনের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন।

বর্তমানে নুসরাত ফারিয়া দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিতই নতুন নতুন ফ্যাশন স্টাইলে হাজির হচ্ছেন ভক্তদের সামনে। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিতে-প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া ফেলেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!