• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ০১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) তাদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করার পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।
 
এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা হিসেবে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং আগামী বাজেটে ১৫ শতাংশ দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয়।
 
তার আগে গেল রোববার আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা ওই দাবি না মেনে আন্দোলন চালিয়ে নেন।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হানিফ-ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠন
হানিফ-ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠন
শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরে আটকাল পুলিশ
শ্রীলঙ্কাগামী ২২ বাংলাদেশি শ্রমিককে বিমানবন্দরে আটকাল পুলিশ
‘আমার লোক, তোমার লোক কালচার থেকে বের হতে হবে’
‘আমার লোক, তোমার লোক কালচার থেকে বের হতে হবে’