• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউএস-বাংলার বহরে তৃতীয় এয়ারবাস, এয়ারক্রাফট এখন ২৫

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ১০:৪১ এ.এম.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার তৃতীয় এয়ারবাস এ-৩৩০-৩০০ অবতরণ করছে-ছবি সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস এ-৩৩০-৩০০। স্পেনের ট্যুরেল থেকে বিমানটি মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

৪৩৬ আসন বিশিষ্ট নতুন এয়ারবাসটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই বিমান যুক্ত হওয়ার মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মোট এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ।

বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ-৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ বিমান। বহরের আকারে ইউএস-বাংলা এখন দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স হিসেবে অবস্থান করছে।

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ