• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসির ৩৩৪ কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ১০:০৮ পি.এম.
নির্বাচন কমিশন। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৩৪ জন কর্মচারীর পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে ইসি।

সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন বিভিন্ন কার্যালয়ে ১২তম থেকে ২০তম গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণির) ৩৩৪ জন নবনিযুক্ত কর্মচারীর চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা ও নিজ জেলা সম্পর্কিত তথ্য যাচাইয়ের জন্য পুলিশ প্রত্যয়ন (পুলিশ ভেরিফিকেশন) সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির জনবল ব্যবস্থাপনা-২ শাখার বরাত দিয়ে আদেশে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মচারীর পুলিশ ভেরিফিকেশন এখনো সম্পন্ন হয়নি। তাই নতুন নিয়োগপ্রাপ্তদের পাশাপাশি পূর্বের অসমাপ্ত যাচাই কার্যক্রমও দ্রুত শেষ করতে হবে।

৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীরা পুলিশ প্রত্যয়ন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট নিজ নিজ অফিস প্রধানের কাছে জমা দেবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরতদের ফরম ও কাগজপত্র জনবল ব্যবস্থাপনা-২ শাখা থেকে সংগ্রহ করতে হবে।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের অফিসগুলো ১০ নভেম্বর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীর স্থায়ী ঠিকানার জেলা পুলিশের পুলিশ সুপার বরাবর ফরম পাঠাবে।

যাচাই সম্পন্ন হওয়ার পর এক সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট দফতরে সংরক্ষণ এবং মূল কপি জনবল ব্যবস্থাপনা-২ শাখায় পাঠাতে হবে।

এছাড়া অন্য এক অফিস আদেশে ইসি জানিয়েছে, সচিবালয় ও মাঠ পর্যায়ে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা