• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মানুষের পাশে থাকা দল। জনগণকে ছেড়ে পালানোর দল নয়। বিএনপি আপনাদের কাছে ছিল কাছেই থাকবে। বিএনপি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায়।

সোমবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের মনোহরপুর কালির হাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জয়পুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদোগে এবং জয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথসভায় সভাপতিত্ব করেন জয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শওকত আলী মহব্বত।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের রংপুর বিভাগীয় সভাপতি বাবু উত্তম কুমার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, জয়পুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ওবায়দুল হক, জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতিতে টইটম্বুর কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তর
দুর্নীতিতে টইটম্বুর কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তর
নাগরপুরে ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নাগরপুরে ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল
চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল