• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় সোমবার

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পি.এম.
নির্বাচন কমিশন ভবন। ছবি-সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আগামীকাল ২০ অক্টোবর মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানান। ইসির এই মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা কমিশন সচিবালয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

আখতার আহমেদ বলেন, আইনশৃঙ্খলার সঙ্গে যে সকল সংস্থা জড়িত যেমন- সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য সংস্থাকে কমিশন সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের সঙ্গে আসন্ন নির্বাচনে আইনশৃংখলা বিষয়ে আলোচনা হবে।

এ বিষয়ে ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনারগণ সভায় উপস্থিত থাকবেন।

সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র‌্যাবের মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
সাংবাদিকতার অতীত মানদণ্ড হারিয়ে ফেলেছে রয়টার্স : উপ-প্রেসসচিব
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা