• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

ফেনী প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ভোররাতে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বদরপুর গ্রামে সেনাবাহিনীর ক্যাপ্টেন আলিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় এলাকাবাসীর সহযোগিতায় বদরপুর গ্রামের একটি নির্জন স্থান থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,

অভিযানে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় চিহ্নিত একটি চক্রের ছিল, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এলাকায় গোপনে লুকিয়ে রাখা হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের