• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০১:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণের রিমোট অন্য কারোর হাতে রয়েছে। 

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

আরও পড়ুন: ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নাই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নাই।

মূলত, নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপির জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবে এনসিপিকে।

এ ইস্যুতে আলোচনার জন্য ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে যান হাসনাত আবদুল্লাহসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। কিন্তু, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয় তাদেরকে। 

এর আগে, ইসি নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে এনসিপিকে বাছাই করার চিঠি দিয়েছিল। কিন্তু দলটি জানিয়েছে, শাপলা ছাড়া তারা অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের