• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা)-এর দ্বি-বার্ষিক সম্মেলন

ফেনী প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা)-এর দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি পরিচিতি ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সোনাগাজী উপজেলার নিউ হারবি কাবাব রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন (অব.) এম আবুল হাসেম এবং সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) জসিম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এম. সোলায়মান, এবং বিশেষ অতিথি ছিলেন ফেনীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি পেটি অফিসার (অব.) হাবিব উল্লাহ বাহার।

‎প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, তিনি অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ব্রাফা সংগঠনের কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

‎নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইসরাইল, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সার্জেন্ট (অব.) লিয়াকত আলী।

‎বিদায়ী কমিটির সভাপতি কর্পোরাল (অব.) মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল হক নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল হক, ‎সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) ইমাম হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) সিরাজুল ইসলাম, এবং প্রচার সম্পাদক কর্পোরাল নুরুল আফছারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

‎সম্মেলনে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব এবং ‎নতুন কমিটির সদস্যরা সংগঠনকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর ‘লাইফলাইন’ বারনই নদী এখন নর্দমা
রাজশাহীর ‘লাইফলাইন’ বারনই নদী এখন নর্দমা
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ