• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক নিখিল মানখিন আর নেই

নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ পি.এম.
সাংবাদিক নিখিল মানখিন। ছবি-সংগৃহীত

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য নিখিল মানখিন আর নেই। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মারা যান তিনি।

জানা গেছে, শুক্রবার বিকেলে বাসায় বসে বুকে ব্যথা অনুভব করছিলেন মানখিন। পরিবারের লোকজন দ্রুত রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

শোক বার্তায় বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল বলেন, সাংবাদিক নিখিল মানখিন আমাদের পরিবারের সদস্য ছিলেন। তার প্রস্থানের শূন্যতা কখনোই পূরণ হবে না। তার মৃত্যুতে বিএইচআরএফের সদস্যরা গভীরভাবে শোকাহত।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদপত্র ছাড়া মানবসভ্যতা নির্মাণ করা সম্ভব নয়: কাদের গনি চৌধুরী
সংবাদপত্র ছাড়া মানবসভ্যতা নির্মাণ করা সম্ভব নয়: কাদের গনি চৌধুরী
ডিআরইউ ইনডোর গেমস-২০২৫ শুরু ১৭ অক্টোবর
ডিআরইউ ইনডোর গেমস-২০২৫ শুরু ১৭ অক্টোবর
শহিদুল আলমের আটক ইস্যুতে ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ
শহিদুল আলমের আটক ইস্যুতে ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ