• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘রক্ত দিতে এগিয়ে থাকি, ক্ষমতায় গেলে হারিয়ে যাই’ : হাসনাত

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৭ পি.এম.
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।”

শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টের সঙ্গে হাসনাত দুটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অংশ নেওয়া নেতারা উপস্থিত ছিলেন। অন্য ছবিটি শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জুলাই সনদ সই অনুষ্ঠানের, যেখানে ওই নেতাদের কেউই উপস্থিত ছিলেন না।

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট ।

নিজের পোস্টে তিনি লেখেন, “এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে, যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি!”

উল্লেখ্য, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে রাজনীতিবিদদের উপস্থিতিতে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানে অংশ নিলেও **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**সহ কয়েকটি দল এতে যোগ দেয়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
নির্বাচনে বিএনপি-জামায়াতের রণক্ষেত্র যেন সামাজিক মাধ্যম
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
হাদি হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন স্ত্রী শম্পার
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান
জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান