• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্রান্স প্রবাসীর জমি দখলের অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক ফ্রান্স প্রবাসীর বসতবাড়ির পাশের বাইশ বিঘার মৎস্য ঘের জাল দলিলের মাধ্যমে বেদখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী কৃষি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে তবে জাল দলিল করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ওই ম্যানেজার। রাজৈরের ইউএনও এই  প্রবাসীর সম্পত্তির  নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়ার  আশ্বাস দিয়েছেন। 

ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার কদমবাড়ির প্রতন্ত গ্রাম কলপুরের ফ্রান্স প্রবাসী উত্তম বিশ্বাসের সাথে। রেমিট্যান্স যোদ্ধা উত্তমের বাড়িতে তার বৃদ্ধা মা একা থাকায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি এ প্রবাসীর। সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয়রা জানান, গত ১০/১২ বছর আগে গ্রাম ছেড়ে প্রবাসে পাড়ি জমান উত্তম বিশ্বাস, বাড়িতে তার মা অসুস্থ বিধবা কমলা বিশ্বাস একা থাকায় এমনটি হয়েছে বলে জানান  স্থানীয়রা। তবে অনেকেই জানান একজন রেমিট্যান্স পাঠানো প্রবাসীর জমি জমা এভাবে বেদখল হচ্ছে এটার প্রতিবাদ করেন এবং প্রশাসন ও সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ আশা করেন। 

অনুসন্ধানে আরও জানা গেছে  মোট আটটি দাগে ৭৪০ নং দলিল মুলে কৃষি ব্যাংকের ম্যানেজার হিটলার বর এই মৎস্য ঘের দাবি করেন তবে ওই প্রবাসী উত্তমের  দাবি হিটলার যে দলিল দেখাচ্ছেন তার আগেই তার আপন চাচা  বিজয় কৃষ্ণ বিশ্বাসের কাছে থেকে  দলিল নিয়েছেন তিনি। এই ভিত্তিতে এই জমিও ও ঘেরের মালিক প্রবাসী উত্তম। যেতেহু আগে দলিল তিনিই নিয়েছেন। তবে এখনও ওই মৎস্য ঘের প্রবাসী উত্তমের দখলে রয়েছে। 

প্রবাসী উত্তম বিশ্বাসের বৃদ্ধা মা কমলা বিশ্বাস জনান, আমার ভাশুর বিজয় কৃষ্ণ বিশ্বাস আমাদের  দলিল অনেক বছর  আগেই আমাদের  লিখে   দিয়েছে, এই ঘের আমাদের দখলেই এখনও আছে। 

ঘের দখলের অভিযোগের বিষয়ে কৃষি ব্যাংকের ম্যানেজার হিটলার বর জানান,  বিনু লতা বিশ্বাসের কাছ থেকে পাওয়ার অফ এ্যাটোনি ও দলিল  দিয়েছে এবং আমি  এই  জমি কিনেছি। 

এবিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো। মাহফুজুল হক জানান, ফ্রান্স প্রবাসী উত্তম বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে কেউ যদি লিখিত অভিযোগ দায়ের করেন  আমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বচ্চ সহায়তা করার ব্যবস্থা নেবো এবং তাদের সম্পত্তির নিরাপত্তা ব্যবস্থা  গ্রহণ করবো। 

ভিওডি বাংলা-এস এম মেহেদী হাসান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০