• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমান্তে গ্রেপ্তার বরিশাল-বরগুনার দুই আওয়ামী লীগ নেতা

দিনাজপুর প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পি.এম.
গ্রেপ্তারকৃত আ’লীগ দুই নেতা। সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন—বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭) ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা পৌরসভার চর কলোনি মহল্লার বাসিন্দা মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার রমনা থানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তারা দুজনই আসামি। এছাড়া নিজ নিজ থানায় দুটি করে পৃথক মামলার পলাতক আসামি হিসেবেও তাদের নাম রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভেলারপাড়া এলাকায় তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক আমাদের খবর দেন। পরে পুলিশ গিয়ে দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০