• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মতভিন্নতা নিয়েই সই হচ্ছে জুলাই জাতীয় সনদ

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতা থাকা সত্ত্বেও বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ আজ শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষর হতে যাচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় এ সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি। 

অনুষ্ঠান ঘিরে সংসদ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান চলাকালে সংসদ ভবন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে বলছি- আপনি যেখানেই থাকুন না কেন, এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি।”

তিনি আরও বলেন, “এটাই আমাদের একসঙ্গে উদ্‌যাপনের সময়-ঐক্যের শক্তি অনুভব করার সময়। গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা পাওয়ার সময়।”

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন-সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এসব কমিশনের প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনায় বসে।

প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় কমিশন। গত ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়। ত্রুটি সংশোধনের পর পুনরায় খসড়া পাঠানো হয় ২০ আগস্ট। পরে দলগুলোর মতামত নিয়ে সনদটি চূড়ান্ত করা হয়।

১৪ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত সনদের কপি রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া হয়। আজ সেই সনদেই স্বাক্ষর হচ্ছে- যা বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কারে নতুন অধ্যায় রচনা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
আজ থেকে শুরু জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা
আজ থেকে শুরু জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা