• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবস্থান কর্মসূচি অব্যাহত

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় শিক্ষকদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪০ পি.এম.
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান করছেন। সংগৃহীত ছবি

পঞ্চম দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি অব্যাহত রয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা করবেন।

এরই মধ্যে শিক্ষকদের একটি ১০ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে গেছে।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। সে অনুযায়ী আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে আলোচনায় অংশ নিতে।’

শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীরা বলেন, ‘আমরা মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবি জানিয়েছি। আলোচনায় ফল না আসলে আমরা জাতীয়করণের দাবিতে যমুনার উদ্দেশে পদযাত্রা করব।’

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে এই আন্দোলন শুরু করেন দেশের বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে —মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ।

শিক্ষকরা বলছেন, এসব দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই বাধ্য হয়েই তারা লাগাতার কর্মসূচি শুরু করেছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল:  গ্রেপ্তার ২
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল:  গ্রেপ্তার ২
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত