• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হঠাৎ রাকিবকে নিয়ে পোস্ট মাহির

বিনোদন ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পি.এম.
রাকিব সরকার-চিত্রনায়িকা মাহিয়া মাহি-ছবি সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহি হঠাৎ করেই নিজের ফেসবুকে স্বামী রাকিব সরকার ও একমাত্র সন্তানকে নিয়ে দু'টি ছবি পোস্ট করেছেন। ছবি দু'টির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাশাআল্লাহ’, সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি। মজার বিষয় হলো, মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগে একই ছবি রাকিব সরকারও নিজের ফেসবুকে শেয়ার করেন।

একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যেই নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন রহস্য। দু'জনের সম্পর্কে তবে কি বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতির সংসার? নেটিজেনদের মধ্যে চলছে জোর গুঞ্জন। 

মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাই নতুন করে আশা দেখছেন। একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আবার সব আগের মত হয়ে যাক।’ আরেকজনের কথায়, ‘একসাথে দেখে ভাল লাগলো।’ বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিডিও বার্তার মাধ্যমে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!