ট্রাম্পসহ বিশ্বনেতাদের গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর

ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।
সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল শেখে আয়োজিত ‘শান্তি সম্মেলনে’ উদ্বোধনী বক্তব্য শেষে প্রথমে ট্রাম্প স্বাক্ষর করেন। এরপর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিমসহ অন্যান্য বিশ্বনেতারা নথিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, “আজ আমরা শুধু একটি যুদ্ধের অবসান ঘটালাম না; মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি, যা শান্তির এক নতুন ভোর এনে দেবে।”
এর আগে গত শুক্রবার ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস স্বাক্ষর করে। চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে।
এই যুদ্ধবিরতি কার্যকর থাকলে গাজায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
ভিওডি বাংলা/জা







