বীরগঞ্জে ২ শিবিরকর্মী হত্যা, আ.লীগের ৬ নেতা কারাগারে

দিনাজপুরের বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম (৫০) ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক (৬৫)সহ ছয়জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলীর আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম (৫০), ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল খালেক (৬৫), নেতা গোলাম মোস্তফা (৫২), মো. আমিনুল ইসলাম (৫৫), মো. রেজাউল করিম শেখ (৪৮) ও আরও একজন। পরে বিকেল সাড়ে ৫টায় তাদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছর ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভোগীরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৯৯/১০০ জনকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুরে উপজেলার ভেলাপুকুর এলাকায় বাদীর ছেলে সালাউদ্দিন (১৬) ও তার বন্ধু আসাদুল হককে (১৫) আসামিরা আটক করে। ‘শিবির’ বলে চিৎকার করে তাদের বেদম মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
ভিওডি বাংলা-আক্কাছ আলী/জা







