• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের ৩১ দফা প্রচারে হেলেন জেরিন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী হেলেন জেরিন খান রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় শনিবার (১১ অক্টোবর) ব্যাপক জনসংযোগ চালান।

দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি টেকেরহাট বাজার, আশপাশের গ্রাম ও বিভিন্ন দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য সাধারণ জনগণের সামনে তুলে ধরেন।

হেলেন জেরিন খান বলেন, “তারেক রহমানের ৩১ দফা হলো জনগণের মুক্তি ও জাতীয় পুনর্গঠনের রূপরেখা। জনগণ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”

তিনি আরও বলেন, বিএনপি সব সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতার পক্ষে কাজ করে এসেছে। এই কর্মসূচি সেই সংগ্রামেরই অংশ।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমে অংশ নেন।

স্থানীয়রা জানান, হেলেন জেরিন খানের এ জনসংযোগ কার্যক্রমে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ভিওডি বাংলা-এস এম মেহেদী হাসান /জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০