ফুলবাড়ীতে ইস্কাফসহ স্বামী-স্ত্রী আটক

 
                                            
                                    
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ স্বামী-স্ত্রী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন কাশিপুর এলাকার মো. খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়। গোপন সংবাদদাতার তথ্যানুযায়ী ঐ এলাকার খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম বসতবাড়িতে গিয়ে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক বিক্রির ২১৮৭০ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং মাদক কারবারের সাথে মো. খোকন ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম জড়িত বলে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা- মো. এরশাদুল হক/জা
 
                             
                         
                 
                





