• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ১০:২৭ এ.এম.
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক-ছবি সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

রোববার (১২ অক্টোবর) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মো. এহছানুল হক চুক্তিভিত্তিক নিয়োগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে থাকা মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়। তার বদলির পর ২১ দিন ধরে শূন্য ছিল এই পদ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম
জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম