• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের আচরণ দায়িত্বহীন: শামীম হায়দার পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পি.এম.
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। সংগৃহীত ছবি

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী বলেছেন, “আমরা পুলিশকে জানিয়েছিলাম, তবে আমাদের কর্মসূচির অনুমতি ছিল না। তারপরও কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার অভিযোগ করেন, “সরকার ভোট না হওয়ার পরিবেশ তৈরি করছে। এটি জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির ওপর এই হামলা হয়েছে। এতে আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন।”

বর্তমান সরকারকে ‘এনসিপির সরকার’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “এ সরকার কিছু দলের সরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা তারা হারিয়েছে। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমাদের শঙ্কা রয়েছে।”

এর আগে কর্মী সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন জাপা মহাসচিব।

তবে এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, “অনুমতি ছাড়া রাস্তায় কর্মসূচি পালন করায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল। বারবার অনুরোধের পরও তারা না সরায় পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। কাউকে আটক করা হয়নি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : আবদুস সালাম
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : আবদুস সালাম
পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা
পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা
৪ ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুরুল হক নুর
৪ ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুরুল হক নুর