• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আর্জেন্টিনা নয় মায়ামির হয়ে খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া প্রীতি ম্যাচে খেলা হয়নি লিওনেল মেসির। যা নিয়ে হতাশা প্রকাশ করেছে তার ভক্তরা। তবে গুঞ্জন রয়েছে মিয়ামির ম্যাচে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা দল। তাই অনেকেই প্রশ্ন তুলেছে জাতীয় দলের ম্যাচ বাদ দিয়ে মায়ামির হয়ে খেলবেন মেসি।

রোববার (১২ অক্টোবর) চেজ স্টেডিয়ামে  ভোর সাড়ে ৫টায় এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে আটালান্টা ইউনাইডেটের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

এরপর তিনি আবার আর্জেন্টিনা শিবিরে যোগ দিতে পারেন পুয়ের্তো রিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে, যা অনুষ্ঠিত হবে মিয়ামিতেই।

মেসিকে নিয়ে মাসচেরানো বলেন, যদি সে ভেনেজুয়েলার বিপক্ষে না খেলে, তাহলে সম্ভাবনা আছে। আমি লিওকে আমাদের সঙ্গে চাই। কিন্তু সত্যি কথা হলো, সে এই সপ্তাহে দলের সঙ্গে ছিল না। রদ্রিগো (দে পল) আর তেলাসকো (সেগোভিয়া) এখনও বাইরে। একমাত্র ফাফা (পিকল্ট) ফিরেছে, কারণ হাইতি তাকে ছেড়ে দিয়েছে। বাকিরা এখনও তাদের জাতীয় দলের সঙ্গে।

তিনি বলেন, যখন খেলোয়াড়রা জাতীয় দলে যায়, তখন আমরা কোনো হস্তক্ষেপ করি না, কিংবা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করি না। আপাতত সব আগের মতোই আছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
কোহলিকে ছাড়িয়ে ইতিহাসে বাবর
কোহলিকে ছাড়িয়ে ইতিহাসে বাবর
ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ দেখবেন যেভাবে
ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ দেখবেন যেভাবে