• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোবেলের প্রথম টিভি বিজ্ঞাপন আজও সম্প্রচার হয়নি

বিনোদন ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পি.এম.
মডেলিং জগতের বরপুত্র আদিল হোসেন নোবেল-ছবি সংগৃহীত

বেশ কয়েক বছর পর টেলিভিশনের ক্যামেরার সামনে হাজির হয়েছেন মডেলিং জগতের বরপুত্র আদিল হোসেন নোবেল। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একাদশ পর্বের বিশেষ অতিথি হিসেবে তিনি আসছেন।

রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নোবেল জানিয়েছেন, ছোটবেলা থেকেই কঠোর শাসনের মধ্যে বড় হতে হয়েছে তাকে। খেলাধুলায় আগ্রহ থাকা সত্ত্বেও মা পড়াশোনার ক্ষতি হবে ভেবে ক্রিকেট খেলায় প্রাত্যাহিক নিষেধাজ্ঞা রাখতেন। মডেলিংয়ের প্রথম দিনেও মা আপত্তি জানালেও নোবেল নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন।

তারকাখ্যাতি থাকা সত্ত্বেও নোবেল সততা ও ব্যক্তিত্ব ধরে রেখেছেন। তিনি বলেন, “কোনও কিছু পেলে ছন্নছাড়া হওয়া উচিত নয়। সেলফ কন্ট্রোল থাকলে সবকিছুই সহজ।”

অদ্ভুত তথ্য হলো, নোবেলের প্রথম টিভি বিজ্ঞাপন এখনও সম্প্রচার হয়নি। তিনটি কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্রের মধ্যে কেবল সালমান শাহের (ফান্টা) প্রচার হয়েছিল; নোবেলের স্প্রাইট বিজ্ঞাপন এবং কোকাকোলার মডেল ইমরানের বিজ্ঞাপন তখন অনএয়ার হয়নি। নোবেল নিজেও প্রিভিউতে তার পারফরম্যান্স দেখে সন্তুষ্ট ছিলেন না। পরবর্তীতে আফজাল হোসেনের নির্দেশনায় একটি চা পাতার বিজ্ঞাপনচিত্রে কাজ করে তুমুল জনপ্রিয় হন।

৩৪ বছর ধরে শীর্ষ পুরুষ মডেলের খেতাব ধরে রেখেছেন নোবেল। বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক ‘প্রাচীর পেরিয়ে’-এর নায়কও তিনি। এ ছাড়াও নোবেল পডকাস্টে আরও অনেক গল্প শেয়ার করেছেন।

পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। এই পর্বটি প্রচার হবে ১১ অক্টোবর, শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত
সিনেমায় সুযোগ, ভেবেছিলেন যৌন প্রতারণার চক্করে
সিনেমায় সুযোগ, ভেবেছিলেন যৌন প্রতারণার চক্করে