• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরাইলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম : দৃক

ভিওডি বাংলা ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পি.এম.
বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মীকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শহিদুল আলমের প্রতিষ্ঠিত সংস্থা দৃক।

ফেসবুকে দৃকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ-দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইল (যারা সকল অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছেন) মাধ্যমে জানা গেছে যে, আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার নৌবহরের সকল সাংবাদিক, স্বাস্থ্য সেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদেরকে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে

এতে আরা বলা হয়, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০,০০০ ফিলিস্তিনিকে দখলদার ইসরাইলি বাহিনী বন্দি রেখেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ-বদলির পরামর্শে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
নিয়োগ-বদলির পরামর্শে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন