• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘এখন আর কোনো দল আমাদের হালকাভাবে নেবে না’

স্পোর্টস ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করা বাংলাদেশের টাইগ্রেসরা শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ৪ উইকেটে হেরে যায়। ১৭৯ রানের টার্গেট সামনে রেখে বাংলাদেশ ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট শিকারের মাধ্যমে জয়বোধ জাগিয়েছিল। কিন্তু সপ্তম উইকেটে হেদার নাইট ও চার্লি ডিনের ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের আশা ভেস্তে দেয়। নাইট ১১১ বলে ৭৯ রান অপরাজিত ছিলেন, যেখানে ছিল ৮টি চার ও একটি ছয়।

১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেয়ার পরও ফাহিমা বাংলাদেশের হারে রোধ গড়তে পারেননি। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা নাইটের উইকেট শিকারের জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। যদি গুরুত্বপূর্ণ সময়ে তাকে আউট করতে পারতাম, ম্যাচের চিত্র অন্যরকম হতো।”

বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয়ী হয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে হার তাদের সতর্ক করে দিয়েছে। ফাহিমা বলেন, “দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করায় আত্মবিশ্বাস ছিল। আমাদের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে কোনো দলই আমাদের সহজভাবে নিতে পারবে না।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ক্রিকেট নয়, আমরা ম্যাচ জয়ের জন্য খেলব। প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব এবং ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব।”

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ী নায়ক ছিলেন পেসার মারুফা আক্তার, যিনি ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার খেতাব পান। ইংল্যান্ডের বিপক্ষে মারুফা ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন, তবে ফিল্ডিংয়ে পেশীর টান লাগায় আর বোলিং করতে পারেননি। ফাহিমা বলেন, “ক্র্যাম্প সমস্যায় পড়েছেন মারুফা। তিনি এখন ভালো আছেন। যদি আরও দুই-তিন ওভার বোলিং করতে পারতেন, আমাদের জন্য ফলাফল ভিন্ন হতে পারত।”

বাংলাদেশ আগামীকাল (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আইপিএল রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ