• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনাগাজীতে শটগান ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশকে সাময়িক বরখাস্ত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও শটগান-ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন-সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন, কনস্টেবল মাহবুব আলম, আইনুল করিম, কাঞ্চন এবং হৃদয়। তাদের ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি-জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ। এসময় আসামিদের পরিবারের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের কাছ থেকে একটি শটগান ও ওয়াকিটকি কেড়ে নিয়ে পালিয়ে যায় তারা।

পরে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে পুলিশের পক্ষ থেকে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে রিপন, তার বোন সাবিনা ইয়াসমিন এবং ভাইয়ের স্ত্রী নিশুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে আসামিদের পরিবারের দাবি, পুলিশ ষড়যন্ত্র করে তাদের ফাঁসিয়েছে। রিপনের বোন রোকসানা আক্তার বলেন, “আমার ভাই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ছয়জন অস্ত্রধারী পুলিশের ওপর হামলার অভিযোগ অবাস্তব।”

এদিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযানে অংশ নেওয়া ছয় পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে কেউ গুরুতর আহত ছিলেন না।

সোনাগাজী থানার ওসি সাইফুল আলম জানান, আসামি রিপন ও আরিফের বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১২টি মামলা রয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “আসামি ধরতে গিয়ে ব্যর্থ হয়ে পুলিশ শটগান ও ওয়াকিটকি হারিয়েছে-এটি স্পষ্ট ব্যর্থতা। দায়িত্বহীনতার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।”

ভিওডি বাংলা-আদনান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ব্যবসায়ীদের মানববন্ধন
পাংশায় ব্যবসায়ীদের মানববন্ধন
আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন
আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন
ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার শিক্ষার্থী ও গ্রামবাসীর
ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার শিক্ষার্থী ও গ্রামবাসীর