• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘর থেকে গ্রেনেড উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর বাজার এলাকায় নির্মাণাধীন একটি দোকানঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে তিনি সেটিকে গ্রেনেড সদৃশ মনে করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে। তবে খাগড়াছড়ি জেলার পুলিশ এ ধরনের গ্রেনেড ব্যবহার করে না বলেও জানান তিনি।

তিনি বলেন, “উদ্ধারকৃত গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।”

এদিকে, হঠাৎ গ্রেনেড উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে পূর্বের কোনো সংঘর্ষ বা অভিযানের সময় ফেলে যাওয়া বলে ধারণা করছেন।

পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ
নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২