• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। এতে জেলা সদরসহ নয় উপজেলার পেশাজীবী সাংবাদিকরা অংশ নেন। তারা “সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” স্লোগানধ্বনি তুলে মানববন্ধন করেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা না থাকলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।” তারা জোর দিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান—খাগড়াছড়িতে কর্মরত সকল সাংবাদিক যেন ভয়মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০