• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিদর্শনে এসে দুই ঘণ্টা আটকা ফাওজুল কবির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০২:৫২ পি.এম.
যানজটে আটকা উপদেষ্টা ফাওজুল কবিরের গাড়িবহর। সংগৃহীত ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকার নাজুক অংশ পরিদর্শনে গিয়ে দুই ঘণ্টার বেশি যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি ট্রেনে ভৈরব পৌঁছে সড়কপথে আশুগঞ্জে যান। সকাল সোয়া ১০টায় বিশ্বরোডের উদ্দেশে রওনা দিলে আশুগঞ্জ ও সরাইলের বিভিন্ন স্থানে তীব্র যানজটে আটকে পড়েন তিনি।

উপদেষ্টার আগমন ঘিরে সড়কে তড়িঘড়ি করে মেরামত কাজ শুরু করে প্রকল্প সংশ্লিষ্টরা। তবে তাতে দুর্ভোগ কমেনি। স্থানীয়দের অভিযোগ, উপদেষ্টা আসার আগ মুহূর্তে বালু ও ইট ফেলে অস্থায়ীভাবে রাস্তা মেরামতের চেষ্টা ‘দেখানো কাজ’ ছাড়া কিছু নয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে একনেকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক নির্মাণে প্রস্তাবনা অনুমোদন হয়।  ভারতীয় প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের হাতে থাকা প্রকল্পটি করোনা মহামারি, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক দফা পিছিয়ে যায়। এর মধ্যে ২০২৫ সালে ৩১ জুলাই প্রকল্পের মেয়াদ শেষ হলে আরও এক বছরের জন্য সময় বাড়ানো হয়। সেই সঙ্গে ব্যয়ও বৃদ্ধি করা হয় ১৬৩ কোটি টাকা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা
পরিবেশবান্ধব সমন্বিত যোগাযোগের আহ্বান প্রধান উপদেষ্টার
পরিবেশবান্ধব সমন্বিত যোগাযোগের আহ্বান প্রধান উপদেষ্টার
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন