• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার

দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চাইলেন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি দীর্ঘ দিন ধরে কঠিন রোগে ভোগে বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন।

​সাংবাদিক আবদুল জব্বার এক সময় দৈনিক দিনকাল ও দৈনিক সংগ্রাম পত্রিকার বাঁশখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​জীবনের কঠিন সময়ে এসে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে তার দীর্ঘ চলার পথে যদি কারো মনে তিনি কোনোভাবে কষ্ট দিয়ে থাকেন, তার জন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

তিনি আরও বলেছেন, জীবনের চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে যেন সবাই তাকে ক্ষমা করে দেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

​তাঁর দ্রুত আরোগ্য কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রাজারহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
পাংশায় জাপান এডুকেশন এন্ড জব সেন্টারের উদ্বোধন
রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ
রাজবাড়ীতে বৃদ্ধের জমি দখলের অভিযোগ