• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘কমলালেবু কাণ্ডে’ আবারও ভাইরাল অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৮:১০ পি.এম.
বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা অক্ষয় কুমার আবারও অদ্ভুত প্রশ্ন করে আলোচনায়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘আম খাওয়া’ নিয়ে প্রশ্ন করে হাসির খোরাক হয়েছিলেন তিনি। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে করলেন নতুন প্রশ্ন— “আপনার কমলালেবু খেতে কেমন লাগে?”

মঙ্গলবার (৭ অক্টোবর) এক জনাকীর্ণ অনুষ্ঠানে অক্ষয় কুমার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছিলেন। পুরোনো ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “আমি মোদিকে জিজ্ঞেস করেছিলাম আম খাওয়া নিয়ে, সবাই হাসলেও আমি নিজেকে বদলাতে পারব না।”

বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

এরপর নাগপুরের বিখ্যাত কমলালেবু প্রসঙ্গ টেনে ফড়নবিশকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী হেসে জানান, তিনি প্রতিদিন কমলালেবু খান এবং মাঝখান থেকে কেটে তাতে নুন ছিটিয়ে খান— একেবারে আমের মতো!

অক্ষয়ও মুখ্যমন্ত্রীর এই অদ্ভুত পদ্ধতিতে মুগ্ধ হয়ে বলেন, “আজ একটা নতুন জিনিস শিখলাম।”

২০১৯ সালের ‘আম কাণ্ডে’ ভাইরাল হওয়ার পর এবার ‘কমলালেবু কাণ্ডে’ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হলেন এই বলিউড তারকা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ইউটিউবে গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!