• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোরা অ্যাপে কনটেন্ট নিয়ন্ত্রণ ও আয় ভাগের নতুন ফিচার

ভিওডি বাংলা ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পি.এম.
ওপেনএআই তাদের ভিডিও তৈরির অ্যাপ সোরা। সংগৃহীত ছবি

ওপেনএআই তাদের ভিডিও তৈরির অ্যাপ সোরা–তে কনটেন্ট নিয়ন্ত্রণ ও আয় ভাগাভাগির নতুন ফিচার চালু করছে। এর মাধ্যমে চলচ্চিত্র, টেলিভিশনসহ কনটেন্ট নির্মাতারা তাদের চরিত্র ব্যবহারে অনুমতি, নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা দিতে পারবেন। অনুমতি দিলে ব্যবহৃত কনটেন্টের আয় মালিকদের সঙ্গে ভাগাভাগি হবে।

প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, কপিরাইট মালিকদের চরিত্র ব্যবহারে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় পরীক্ষামূলকভাবে চালু সোরা–তে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। ইতিমধ্যে ডিজনি ঘোষণা দিয়েছে, তারা তাদের কনটেন্ট সোরা–তে ব্যবহার করতে দেবে না।

অল্টম্যান বলেন, রাজস্ব ভাগাভাগির মডেলটি প্রাথমিকভাবে সোরা–তে চালু হলেও পরবর্তীতে ওপেনএআই–এর অন্যান্য সেবাতেও এটি যুক্ত করা হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে