• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ইসরায়েলি বর্বরতায় ২৪ ঘণ্টায় নিহত ২১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এ.এম.
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত (ফাইল ছবি)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা থামছেই না। নতুন করে আরও অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৬০ জনে। 

সোমবার (৬ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের পাশাপাশি আরও ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯৬ জন। মন্ত্রণালয়ের মতে, প্রকৃত মৃত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সরঞ্জাম ও কর্মীসংকটের কারণে তাদের উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত ও ১৯ জন আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ এবং আহতের সংখ্যা ১৯ হাজার ১৪৩ জনে।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, অবরুদ্ধ এই ভূখণ্ডে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও আগ্রাসন থামেনি। গাজার চলমান এই পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড়
বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড়
বিতর্কিত নির্বাচনে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া
বিতর্কিত নির্বাচনে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া
আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল