• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্ত্রীকে হত্যার পর দাফনের চেষ্টাকালে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জানাজা শেষে দাফনের চেষ্টাকালে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্মম এ ঘটনাটি ঘটেছে উপজেলার চর জাজুরিয়া গ্রামে।

গ্রেপ্তারকৃত স্বামীর নাম আরব আলী (৩৬)। তিনি ওই গ্রামের দানেজ আলীর ছেলে। নিহত স্ত্রী আরজিনা (৩০), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেতুয়াজানি গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রায় ১৩ বছর আগে আরব আলী আরজিনাকে বিয়ে করেন। প্রায় ২ বছর আগে একই এলাকার সপ্না নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন আরব আলী। এরপর থেকেই প্রথম স্ত্রী আরজিনার সঙ্গে তার পারিবারিক কলহ শুরু হয়।

তিন মাস আগে লক্ষাধিক টাকার বিনিময়ে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন আরব আলী। ওই টাকাটি আরজিনার পরিবারের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। এরপরও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলতে থাকে।

পুলিশ জানায়, শনিবার (৪ অক্টোবর) রাতে ঝগড়ার এক পর্যায়ে আরব আলী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে রাতেই পরিবারের লোকজনকে জানানো হয় যে, আরজিনা ‘স্ট্রোক’ করেছেন। এমনকি পরিবারের উপস্থিতিতেই মাথায় পানি ঢেলে মৃত্যুর নাটক সাজানো হয়।

রবিবার দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ কবরস্থানে গিয়ে দাফন বন্ধ করে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানান ওসি।

এ ঘটনায় নিহতের চাচা বাদশা মিয়া বাদী হয়ে স্বামী আরব আলীসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে প্লাবন শুরু
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে প্লাবন শুরু
শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
তাড়াশে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি
তাড়াশে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি