‘ভালোবাসা নিয়েই বিদায় নেব’: তাহসান


দীর্ঘ ২৫ বছর ধরে গান গেয়ে শ্রোতাদের মন জয় করে আসছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তবে ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষে তিনি এমন এক ঘোষণা দেন, যা তার ভক্ত-শ্রোতাদের হৃদয় ভেঙে দেয়— আর গান করবেন না তাহসান; ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেবেন সংগীতজগৎ থেকে।
সেদিনের ঘোষণায় অনেকেই ভেঙে পড়লেও গায়কের সিদ্ধান্তকে সম্মান জানান ভক্তদের একাংশ। কেউ কেউ আবার আশা প্রকাশ করেন, তাহসান যেন আরও কিছুদিন থেকে যান, মঞ্চ মাতিয়ে গান শোনান তাদের প্রিয় শিল্পী।
গত সেপ্টেম্বরের অস্ট্রেলিয়া ট্যুরে একাধিক কনসার্টে পারফর্ম করেন তাহসান। সেখানেই তিনি ঘোষণা দেন— এটি তার শেষ ট্যুর। এরপর ধাপে ধাপে গান থেকে সরে যাবেন। তবে ঢাকায় কয়েকটি অনুষ্ঠান বা কাজের বিষয়ে প্রতিশ্রুতি ছিল তার, যা শেষ করেই নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানান তিনি।
কিন্তু কিছু সপ্তাহ পর ঢাকায় ফিরে আবারও দেখা যায় সেই চিরচেনা তাহসানকে— কখনো পিয়ানো বাজিয়ে, কখনো হাতে মাইক নিয়ে মঞ্চ মাতাচ্ছেন টিম তাহসান-এর সঙ্গে।
গত রোববার রাজধানীর একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ইভেন্টে অংশ নেন এই শিল্পী। ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেখানে কয়েকটি গান পরিবেশন করেন তিনি। এতে শ্রোতাদের মনে প্রশ্ন জাগে— এটাই কি তবে তাহসানের শেষ পারফর্মেন্স?
উপস্থাপকও মঞ্চে সেই প্রশ্ন তুলেন— “আপনি ঘোষণা দিয়েছেন গান ছাড়ার। ভক্তদের হৃদয় ভেঙেছে। এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত?”
জবাবে তাহসান বলেন, “আমি নিশ্চিত নই, এটা বলার জন্য এ মঞ্চটা ঠিক জায়গা কিনা। কারণ আমি যা বলি, তার একটা অংশ নিয়েই অনেক সময় খবর তৈরি হয়। তবে একটা কথা বলতে পারি— আমার ভাই একবার বলেছিলেন, সংগীতশিল্পীদের ক্যারিয়ার খুব ছোট। তখন আমি চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজে নেমেছিলাম। ভাই বলেছিলেন, ‘তুমি এই পথে গেলে হয়তো আর ফেরত আসতে পারবে না।’”
তাহসান আরও যোগ করেন, “আমি তখন বুঝেছিলাম, একজন শিল্পীর সময়কাল হয়তো সীমিত, কিন্তু তার সৃষ্টির মেয়াদ তার বিদায়ের পরও থাকে। তাই আমি ঠিক করেছি, যতদিন মানুষ ভালোবাসবে, ততদিনই কাজ করব। কারণ ভুলে যাওয়ার বেদনার চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই আমার কাছে শ্রেয়।”
ভিওডি বাংলা/ আ