• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ১০:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৭ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (৫ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশগুলোয় বিচ্ছিন্নভাবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

আগামী ২ দিন এসব নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে তৃতীয় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ ‍দিন এসব নদীর পানি সমতলও বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে সোমেশ্বরী, ভুলাই-কংস নদীর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা অংশে পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তৃতীয় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের যমুনেশ্বরি, করতোয়া, আপার-করতোয়া, আপার-আত্রাই ও আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে পুনর্ভবা, টাঙ্গন ও মহানন্দা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এছাড়া এই সময়ে ঘাঘট নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প
ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’; বাংলাদেশে প্রভাব নেই
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’; বাংলাদেশে প্রভাব নেই