• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পি.এম.
যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন-ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। মূলত বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যেই এই সফর।

ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) ঢাকায় পৌঁছান ব্যারোনেস উইন্টারটন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে যুক্তরাজ্য-বাংলাদেশ অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যার মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামি এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রতিনিধিরা। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে বিমান চলাচল, উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন।

চট্টগ্রামে তিনি যুক্তরাজ্য সংশ্লিষ্ট বিনিয়োগ প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন, যা কর্মসংস্থান সৃষ্টি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং উভয় দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি আনছে। এ সময় যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের সুবিধা তুলে ধরা হবে, যার মাধ্যমে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

ব্যারোনেস উইন্টারটন বলেছেন, “যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি গতিশীল ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব বিদ্যমান। আমি এখানে বাংলাদেশের উন্নয়ন যাত্রা সমর্থন এবং দুই দেশের জন্য উপকারী নতুন বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ অন্বেষণের জন্য এসেছি।”

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উল্লেখ করেছেন, “বাংলাদেশে বাণিজ্য দূতের এই দ্বিতীয় সফর আমাদের দেশের অর্থনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির প্রতি যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য অংশীদারিত্ব দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এবং আমরা পারস্পরিক সমৃদ্ধির জন্য সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি