• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০১:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১ টায় উপজেলা গেটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ের গেট এ গিয়ে শেষ হয়।

এতে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মাছুমা বেগম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, নবাবগঞ্জ দ্বিমুখী বালিকা দাখিল মাদ্রাসা সুপার মোঃ মাহবুবুর রহমান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, শিকক্ষগণ শুধু শিক্ষকই নন, তিনি দেশ গড়ার কারিগর এবং দেশ গঠনের কারিগর। তাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত না করলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিকতায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক সমাবেশে যোগ দেন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতিতে টইটম্বুর কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তর
দুর্নীতিতে টইটম্বুর কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তর
নাগরপুরে ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
নাগরপুরে ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল
চালকের বুদ্ধিমত্তায় প্রাণ ও সিএনজি দুটোই রক্ষা পেল