• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন

চট্রগ্রাম প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়ায় একটি প্লাস্টিকের কারখানা আগুনে পুড়ে গেছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর কল্পলোক আবাসিকের উত্তর পাশে আগুনের এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সোয়া ৫টার দিকে কারখানায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো কারখানা ও এলাকা। পরে ফায়ারা সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো জানা যায়নি। সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানান, সোয়া ৫টার দিকে আগুন লাগে। এ সময় আশপাশে আতঙ্কে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা