• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞায় প্রথম দিনেই নৌকাহীন পদ্মা নদী

রাজবাড়ী প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মা ইলিশ সংরক্ষণে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। অভিযানের প্রথম দিনেই রাজবাড়ীর পদ্মা নদীর অংশে নৌকাহীন হয়ে পড়েছে নদী।

শনিবার (০৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজবাড়ীর কালীতলা, গোদার বাজার, উড়াকান্দা, অন্তারমোড় ও দৌলতদিয়াসহ পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে—সাধারণত যে নদী নৌকা আর জেলে দিয়ে মুখর থাকে, তা এখন প্রায় খালি। বেশিরভাগ জেলে নৌকা নদীর তীরে বেঁধে রেখে জাল গুটিয়ে তুলেছেন এবং অনেকে নৌকা ও জাল মেরামতের কাজ করছেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশ ধরার সঙ্গে যুক্ত জেলার মোট ৫ হাজার ৭৭৭ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার ৪৯৭ জন জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “আজ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। অভিযানে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে এবং এখনও তা চলমান। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হবে। সবার সহযোগিতায় এবারের অভিযান সফল হবে।”

তবে অভিযানের প্রথম দিন শেষ হলেও এখনও সরকারি সহায়তার কোনো চাল বা অর্থ পাননি বলে জানিয়েছেন জেলার নিবন্ধিত জেলে পরিবারগুলো। সরকারি সহায়তা দ্রুত না পেলে বিপাকে পড়বেন তারা।

 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ