রাজবাড়ীতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

 
                                            
                                    
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় দুই যুবককে আটক করে তাদের দখল থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার বাহাদুরপুর রামকোল গ্রামের শুকুর মৃধার ছেলে মো. রাজু মৃধা (২৪), কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে মো. মিরাজ ইসলাম (৩৩)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






