• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এ.এম.
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী-ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “শানে রেসালত সম্মেলনে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনটির আয়োজন করে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা।

আল্লামা বাবুনগরী বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে। সামনের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পূজা ও রোজাকে এক বলে, তাদের প্রতি সমর্থন দেওয়া ইসলামের পথে নয়।”

তিনি আরও বলেন, “নবী ও রাসুলদের দেখানো সোজা পথেই চলতে হবে। তবেই দুনিয়া ও আখিরাত সফল হবে। সাহাবা কেরামই সত্যের মাপকাঠি, তাদের দেখানো পথই সঠিক পথ।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ
উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ
নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংসদে যেতে চাই না: ইশরাক হোসেন
নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংসদে যেতে চাই না: ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধ বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না: ইশরাক
মুক্তিযুদ্ধ বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না: ইশরাক