• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

“আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই”: পরীমণি

বিনোদন ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ০২:০৫ পি.এম.
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি-ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এবার হাজির হচ্ছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ১০ম পর্বে।

এই বিশেষ পর্বটি প্রচার হবে ৪ অক্টোবর, শনিবার, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

পডকাস্টে প্রায় ১০০ মিনিটের আলাপচারিতায় পরীমণি জানান, আগের তুলনায় এখন তিনি অনেক বেশি পরিণত। তিনি বলেন, “এখন আমি অনেক ভেবে-চিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।”

পরীমণি জানিয়েছেন, তার এই পরিবর্তন সন্তানদের জন্য। তিনি বলেন, “এতদিন আমার কোনও সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, যাতে আমার সন্তানরা বড় হয়ে উপকৃত হতে পারে। যদি দুই টাকাও উপার্জন করি, সেটা যেন তাদের জন্য ব্যবহার হয়।”

তিনি মজার ছলে বলেন, “আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে তাদের দেখভাল করতে চাই। আল্লাহ আমাদের সন্তানদের মানুষ করার জন্য যথেষ্ট সুযোগ ও সচ্ছলতা দিন। কারণ আজকের যুগে সন্তান বড় করার জন্য অনেক অর্থ প্রয়োজন। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি হয়তো ব্যর্থ হতে পারে, কিন্তু মা হিসেবে কখনও ব্যর্থ হতে দেব না।”

সেখানে তিনি আরও জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে স্কুলে ফেরেননি।

বহুমুখী প্রতিভার পরিচায়ক পরীমণি বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না এবং অন্যান্য খাবারের তদারকি করেছিলেন।

পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল, এবং সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু প্রয়াত
সিনেমায় সুযোগ, ভেবেছিলেন যৌন প্রতারণার চক্করে
সিনেমায় সুযোগ, ভেবেছিলেন যৌন প্রতারণার চক্করে