• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন সহায়তা

নিজস্ব প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ১০:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৯৬ মিলিয়ন ডলারের নতুন অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের সদর দপ্তরে প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক সম্মেলনে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দেয়।

সভার মূল বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানেই নিহিত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং তাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, গণহত্যা শুরুর আট বছর পরও রোহিঙ্গারা দুর্দশার মধ্যে রয়েছে। সংকট সমাধানে উদ্যোগের ঘাটতি স্পষ্ট, আর আন্তর্জাতিক তহবিলে উদ্বেগজনক ঘাটতিও দেখা দিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
সেন্টমার্টিন খুললেও অনিশ্চয়তায় পর্যটকদের যাত্রা
সেন্টমার্টিন খুললেও অনিশ্চয়তায় পর্যটকদের যাত্রা
‘১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়’ : খালিদ হোসেন
‘১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়’ : খালিদ হোসেন