• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লেহেঙ্গা-গহনায় ঝড় তুললেন পরী মণি

বিনোদন ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.
নীল ও সোনালি লেহেঙ্গা ও মানানসই ভারী গহনায় ফেসবুকে পরী মণি। সংগৃহীত ছবি

ঢালিউডের আলোচিত নায়িকা পরী মণি সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনেও নজর কাড়েন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে ভক্তদের জন্য ৩টি গহনার প্রমোশনাল ছবি পোস্ট করেছেন পরী। নীল ও সোনালি লেহেঙ্গা ও মানানসই ভারী গহনায়—নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি—সজ্জিত পরী লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন। পোস্টের পরই ভক্তরা কমেন্ট ও রিঅ্যাক্টের বন্যায় ভাসাচ্ছেন।

নীল ও সোনালি লেহেঙ্গা ও মানানসই ভারী গহনায় ফেসবুকে পরী মণি।

পরী মণি ঢালিউডে নাম লিখিয়েই ঝড় তুলেছেন। কোনো ছবি মুক্তি না পেলেও টানা ২২টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’ থেকে শুরু করে ‘অন্তরজ্বালা’, ‘ধূমকেতু’, ‘রক্ত’, ‘স্বপ্নজাল’, ‘আরও ভালোবাসবো তোমায়’সহ বহু ছবি মুক্তি পেয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি