• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

গোয়ালন্দে নূরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় মোঃ রাসেল মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মোঃ রাসেল মণ্ডল গোয়ালন্দ পৌরসভা ৫নং ওয়ার্ডের ক্ষদিরাম সরকার পাড়ার আঃ সামাদ মণ্ডলের ছেলে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

তিনি জানান, গত রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, মোঃ রাসেল মণ্ডল নূরাল পাগলার মরদেহে আগুন দিচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

এ কর্মকর্তা আরও জানান, নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় মোঃ রাসেল মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১১ জন ও এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নূরাল পাগলার মৃত্যু হলে দরবার প্রাঙ্গণে তাকে দাফন ও কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিক্ষোভ চলাকালে পুলিশ ও তৌহিদি জনতার সংঘর্ষ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং দরবারে হামলা চালিয়ে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলা হয়। এসময় নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। ওই রাতেই পুলিশ এবং পরে ৮ সেপ্টেম্বর ভক্ত পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ
গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
দুর্গাপুরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
দুর্গাপুরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা